Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ৫নং উপশহর ইউনিয়ন

এক নজরে

 

পশ্চিম উত্তর ও পূর্বদিকে ৪নং নওয়াপাড়া পরিষদ, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে ভৈরব নদ ও অপার পাড়ে যশোর পৌরসভা।

 

ক) নামঃ- ৫নং উপশহর ইউনিয়ন পরিষদ।

খ) আয়তনঃ- ১৩৬৯ হেক্টর।

     গ) জন সংখ্যা = ১৪,৫৩০ জন (২০০১ সনের আদম শুমারী)

             পুরুষ = ৭,৪১০, মহিলা = ৭,১২০;

        ভোটার সংখ্যা মোট = ১০,৩৫১;

             পুরুষ = ৪,৯৭০; মহিলা = ৫,৩৪১;

ঘ) গ্রামের সংখ্যা: ৮টি ব্লক ও ১২টি সেক্টর।

ঙ) মৌজার সংখ্যা: ৩টি

চ) হাট/বাজারের সংখ্যাঃ ২টি(ছোট)

ছ) উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থাঃ  বাস, সিএনজি, ইজি বাইকের মাধ্যমে (পাকা সড়ক)

জ) শিক্ষার হার: ৯০% (২০০১ সালের আদমশুমারী অনুসারে)

ঝ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৪টি

ঞ) বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৪টি

ট) উচ্চ বিদ্যালয়- ৪টি, নিম্ন মাধ্যমিক- ১টি

ঠ) জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষার কেন্দ্র-২টি

            স্থান :বাদশাহ ফয়সাল ইসলামী ইনষ্টিটিউট (আবাঃ)এবং নিউটাউন উচ্চ বালিকা বিদ্যালয়।

ড) মাদ্রাসা-২টি

ঢ) দায়িত্বরত চেয়ারম্যান-কাজী আজগার হোসেন

ন) দর্শনীয় স্থান- ০১টি

ত) ইউপি পুরাতনভবন স্থাপিত কাল: সাল ১৯৮৬ ইং

থ)নবগঠিত পরিষদের বিবরণ:

            শপথ গ্রহনের তারিখ   : ০৪/০৯/২০১৬

            প্রথম সভার তারিখ    : ০৪/০৯/২০১৬

            মেয়াদ উত্তীর্নের তারিখ :

দ) গ্রাম সমূহের নাম

            ব্লকঃ    এ ব্লক, বি ব্লক, সি ব্লক, ডি ব্লক, ই ব্লক ও এফ ব্লক, 

           সেক্টরঃ ১নং সেক্টর, ২নং সেক্টর, ৩নং সেক্টর, ৪নং সেক্টর, ৫নং সেক্টর, ৬নং সেক্টর,

                     ৭নং সেক্টর, ৮নং সেক্টর, ৯নং সেক্টর, ১০নং সেক্টর, ১১নং সেক্টর ও ১২নং সেক্টর।

ধ) ইউনিয়ন পরিষদের জনবল

           নির্বাচিত পরিষদ সদস্য: ১৩জন

           ইউনিয়ন পরিষদ সচিব: ০১ জন

           ইউনিয় গ্রাম পুলিশ     : ০৯ জন

           উদ্যোক্তা                 : ০২ জন।